১ম ভাইস গর্ভনর লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ এবং ২য় ভাইস গর্ভনর লায়ন মোঃ বোরহান উদ্দিন এমজেএফ নির্বাচিত হয়েছেন
নিজস্ব প্রতিনিধি : গতকাল ২৩ মে ২০২৪ইং তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় লায়ন্স ইন্টারন্যাশনাল এর লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর বার্ষিক জেলা সন্মেলন (৩১ তম কনভেনশন) অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে আগামী বছরের জন্য জেলার প্রথম ভাইস জেলা গভর্নর ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর আগামী বছরের (২০২৪-২০২৫ ইং) জন্য ডেলিগেটদের ভোটের মাধ্যমে ১ম ভাইস গর্ভনর হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ এবং ২য় ভাইস গর্ভনর নির্বাচিত হয়েছেন লায়ন মোঃ বোরহান উদ্দিন এমজেএফ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে জয় লাভের পর ১ম ভাইস গর্ভনর লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ তার বক্তব্যে বলেন, আমাকে ১ম ভাইস গর্ভনর হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যারা নির্বাচিত হতে পারেন নি তাদেরকে সাথে নিয়ে সকলের সহযোগীতায় শান্তি ও শৃঙ্খলা রক্ষার মাধ্যমে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি২, বাংলাদেশকে একটি শক্তিশালী ক্লাবে রূপান্তর করতে চাই। লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি২ বাংলাদেশ এর সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।
অন্যদিকে নির্বাচনে জয় লাভের পর ২য় ভাইস গর্ভনর লায়ন মোঃ বোরহান উদ্দিন এমজেএফ জেলার লায়নদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আমাদের সকলের প্রিয় জেলা ৩১৫ বি২-এর সার্ভিস মূখি ধারাকে অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ। আমি নেতা হতে নয়, আমি সেবক হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
Array