বিশেষ প্রতিনিধিঃ দেশের সুপ্রতিষ্ঠিত বিভিন্ন নামি-দামি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে সোশ্যাল মিডিয়ায় চটকদার লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দীর্ঘদিন যাবত প্রতারণা করে যাচ্ছে এভারগ্রীন সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা প্রতারক চক্রের প্রধান সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মৃদুল হাসান সোহাগ ও তার সহযোগী সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান, এয়ারপোর্ট, সিভিলাভিয়েশন সহ সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং চাকরি দেয়ার নামে দেশের বিভিন্ন জেলার গরিব-সাধারণ মানুষদের কাছ থেকে জনপ্রতি ১০-২০ হাজার টাকা করে আত্মসাৎ করছে। এভাবে দীর্ঘদিন ধরে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অনেককে সর্বস্বান্ত করে চলেছে।
ভুক্তভোগী মোঃ আরাফাত এর করা অভিযোগের ভিত্তিতে শনিবার ৪ঠা মে রাতে রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর রেলগেট সংলগ্ন ৫৬৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির অফিসে অভিযান চালিয়ে ঘটনাস্থলে হতে কোম্পানির মালিক সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মৃদুল হাসান সোহাগ ও তার ০৯ সহযোগীকে গ্রেপ্তার করে দক্ষিনখান থানা পুলিশ। এ সময় সোহাগের কাছে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে কিছুই দেখাতে পারেনি। বরং নিজেকে প্রতিষ্ঠানের স্টাফ পরিচয় দিয়ে আসল পরিচয় আড়াল করার চেষ্টা করে । পরবর্তীতে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রটি প্রতারণা করার কথা স্বীকার করে।
উল্লেখিত বিষয়ের গত ৫ই মে রবিবার দক্ষিণ খান থানায় গ্রেফতারকৃত ১। মোঃ মৃদুল হাসান সোহাগ (২৮), ২।আতাউর রহমান (২৫), ৩। মোঃ আসলাম হোসেন (২৫), ৪। মোঃ ইয়ামিন (২৩), ৫। মোঃ মাসুদ রানা (২৩), ৬। মোঃ গাউস ইসলাম (২২), ৭। ইব্রাহিম মাহমুদ (২৪), ৮। মোঃ মনির হোসেন (২৪), ৯। মোঃ পলাশ (২১), ১০। মোঃ হামিম (২২) সহ অজ্ঞাতনামা ৬-৭ জন এর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয।
মাত্র ২৮ বছর বয়সী ওয়ার্ড ও থানা ছাত্রলীগের সাবেক এ নেতা নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ অবৈধ টাকার মালিক হয়েছেন। যা দিয়ে তিনি বিলাসবহুল জীবন যাপন করেন বিলাসবহুল গাড়ি ও দামি মোটরসাইকেল ব্যবহার করেন। প্রায়ই তাকে বিভিন্ন দেশে বেড়াতে যেতে দেখা যায়। তার ৪/৫ বছরের আয়ের উৎস তদন্ত করলে ব্যাপক দুর্নীতি ও অবৈধ কার্যকলাপ বেরিয়ে আসবে বলে একটি সূত্র জানায়।