Office Desk
28th Mar 2024 8:29 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি : ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর আয়োজনে আন্ত: ব্যাংক দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ইন্টার্নাল অডিট ডিপার্টমেন্ট এর অফিসার নিলয় দেবনাথ ৩য় স্থান অধিকার করেছেন।
এ উপলক্ষে ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের ইন্টার্নাল অডিট ডিপার্টমেন্ট এর পরিচালক জনাব মোঃ মামুনুর রহমান এর চেম্বারে নিলয় দেবনাথ কে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক লায়ন হামিদুল আলম সখা,যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক অফিসার্স এসোসিয়েশন (ক্যাশ) এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কৃষ্ণা মিত্র, মোঃ আব্দুল জলিল, যুগ্ম পরিচালক মোঃ আমিরুজ্জামান জুয়েল, যুগ্ম পরিচালক মোঃ অহিদুল ইসলাম,যুগ্ম ব্যবস্থাপক সুবোধ চন্দ্র ভৌমিক,উপ ব্যবস্থাপক মোঃ আসাদুল হাকিম প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে আন্ত: ব্যাংক দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন জনতা ব্যাংকের কর্মকর্তা সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ২য় স্থান অধিকার করেছেন জনতা ব্যাংকের কর্মকর্তা মিহির লাল দাশ এবং ৩য় স্থান অধিকার করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিলয় দেবনাথ।
গত ২৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর অনুষ্ঠানে আন্ত: ব্যাংক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।
Array