obak
27th May 2023 2:17 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক:২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।
শুক্রবার (২৬মে) এমন তথ্য জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। খবর সিএনএনের।
টুইটারে এক ভিডিও বার্তায় লুলা বলেন, আমি মিশর,প্যারিস ও কোপেনগেনে আয়োজিত কপ সম্মেলনে অংশগ্রহণ করেছি। সেখানে সাবই আমাজনের কথা বলেন। আমাজনে কপ সম্মেলনের আয়োজন করা হলে সবাই আমাজন সম্পর্কে জানতে পারবে। এছাড়াও তারা আমাজন নদী,বন ও প্রাণীসম্পদ দেখতে পাবে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেছেন, জাতিসংঘ গত ১৮ মে ব্রাজিলে কপ-৩০ আয়োজনের প্রস্তাব গ্রহণ করেছে। গত বছরে মিশরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে প্রেসিডেন্ট লুলা এই প্রস্তাব দেন।
বেলেম ডো প্যারা উত্তর ব্রাজিলের একটি শহর। এটি আমাজনের প্রান্তে অবস্থিত। এটি আমাজন নদীর মোহনার উপকূলে অবস্থিত প্যারা রাজ্যের রাজধানী শহর।
একই ভিডিওতে প্যারা রাজ্যের গভর্নর হেলদার বারবালেহো বলেন, পুরো দেশের জন্য এটি একটি বিশাল সুযোগ। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা আমাজনের বন উজাড়করণ রোধ ও ক্ষতিপূরণের প্রতিজ্ঞা করেছেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সময় আমাজনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।