• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইউক্রেন যুদ্ধ এক দশক স্থায়ী হওয়ার আশঙ্কা 

     obak 
    26th May 2023 6:36 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আশঙ্কা, ইউক্রেনে তাদের দীর্ঘ সময় যুদ্ধ করতে হবে; এমনকি এ যুদ্ধ এক দশকও স্থায়ী হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে রাশিয়া সামরিক জয় পাবে না। কিয়েভের সৈন্যরা রুশ সৈন্যদের খুব শিগগিরই সীমান্তের ওপারে পাঠিয়ে দেবে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের মূল্যায়ন হলো, ইউক্রেনে রাশিয়া দীর্ঘ সময় যুদ্ধ করতে হতে পারে; এমনকি তা এক দশকও স্থায়ী হতে পারে।  
     
    বৃহস্পতিবার (২৫ মে) রুশ সংবাদ সংস্থা আরআইএ নাভোস্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া এরই মধ্যে ইউক্রেনে এক বছরের বেশি সময় যুদ্ধ করে ফেলেছে। আশঙ্কা করা হচ্ছে, এ যুদ্ধ আরও কয়েক বছর চলবে; তবে হয়তো মাঝে কোনো ধরনের যুদ্ধবিরতি হতে পারে।
     
    ভিয়েতনাম সফরকালে দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘এই সংঘাত চলতে পারে দীর্ঘ সময়; এমনকি এক দশকও চলতে পারে।’ কিয়েভে ক্ষমতাসীন সরকারকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত কিয়েভে এমন সরকার থাকবে ততদিন যুদ্ধও থাকবে। বলা যায়, তিন বছর যুদ্ধবিরতি থাকলে দুই বছর যুদ্ধ চলবে এবং এভাবে বারবার চলতে থাকবে।’  
     
    এদিকে, যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেনে রাশিয়া সামরিক জয় পাবে না। কিয়েভের সৈন্যরা রুশ সৈন্যদের খুব শিগগিরই সীমান্তের ওপারে পাঠিয়ে দেবে। 

    যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি। ছবি: রয়টার্স

    তিনি বলেছেন, ‘রাশিয়া এই যুদ্ধে সামরিক উপায়ে জয় পাবে না। কোনোভাবেই পাবে না।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনে সরকার পরিবর্তনসহ রাশিয়ার যেসব লক্ষ্য রয়েছে, তা সামরিক উপায়ে অর্জন করা সম্ভব নয়।’

     
    জেনারেল মার্ক মিলি আরও বলেন, ‘ইউক্রেনে কয়েক হাজার রাশিয়ান সৈন্য রয়েছে, যারা তাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনীয় অঞ্চল উদ্ধারে ইউক্রেনের সৈন্যদের ইচ্ছাকে অনেকটাই অসম্ভব করে তুলবে।’ তিনি আরও বলেন, ‘এর মানে হলো, যুদ্ধ চলতেই থাকবে এবং এটি একটি রক্তক্ষয়ী ও কঠোর যুদ্ধ হতে যাচ্ছে। এতে এক পর্যায়ে উভয় পক্ষই একটি মীমাংসার বিষয়ে আলোচনা করবে অথবা তারা একটি সামরিক সিদ্ধান্তে পৌঁছাবে।’
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    May 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30