• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালবৈশাখী ঝড় হতে পারে আজ 

     obak 
    23rd May 2023 7:42 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদন: বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ এবারের মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী হতে পারে আজ (মঙ্গলবার, ২৩ মে)। এছাড়া দেশের প্রায় ৬৪টি জেলার ওপর দিয়েই প্রবল বেগে এ ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

    বেলা সাড়ে ১১টার পর এক ফেসবুক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশে আঘাত করা ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়েও বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছিলেন এ জলবায়ু গবেষক।

    বেলা সাড়ে ১১ টার দিকে জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে মোস্তফা কামাল পলাশ তার দেয়া ফেসবুক পোস্টে লিখেন, একটি বিশাল কালবৈশাখী ভারতের বিহার রাজ্য থেকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। একটি শক্তিশালী ঝড়ের সব বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে। আজকের এ ঝড়টি ২০২৩ সালের কালবৈশাখীর চেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

    তিনি লিখেন, ঝড়টি বর্তমান যে গতিবেগে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তাতে করে দুপুর ১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। ঢাকা শহরের ওপর দিয়ে মূল ঝড় অতিক্রমের সম্ভাব্য সময় বিকেল ৫টা থেকে রাত ১০টা। ঢাকা শহরের ওপর দিয়ে সিলেট বিভাগের দিক থেকে আগত ঝড় অতিক্রম করার সামান্য সম্ভাবনা রয়েছে দুপুর ১টা থেকে ৩টার মধ্যে।

    এছাড়া কালবৈশাখীটি বুধবার (২৪ মে) ভোর ৬টা থেকে সকাল ১০টার মধ্যে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা দিয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে। এই কালবৈশাখী দেশের প্রায় ৬৪টি জেলার ওপর দিয়েই অতিক্রম করতে পারে।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    May 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30