• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১ লাখ সৈন্য নিয়োগ দিয়েছে রাশিয়া 

     obak 
    22nd May 2023 12:47 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক:চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে এখন পর্যন্ত নতুন ১ লাখেরও বেশি সৈন্য নিয়োগ দিয়েছে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শুক্রবার (১৯ মে) এ তথ্য জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    মেদভেদেভ বলেছেন, ‘জানুয়ারির ১ তারিখ থেকে শুরু করে মে মাসের ১৯ তারিখ পর্যন্ত মোট ১ লাখ ১৭ হাজার ৪০০ জনকে সশস্ত্র বাহিনীতে নেয়া হয়েছে চুক্তির ভিত্তিতে।’

    রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আরও জানান, সেনাবাহিনীতে আরও বেশি সংখ্যক জনবল চুক্তির ভিত্তিতে নিয়োগ দিতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা এখনও কাজ করে যাচ্ছেন।

    রাশিয়া সরকার নানা ধরনে আর্থিক প্রণোদনা দিয়ে তরুণদের সেনাবাহিনীতে টানতে চাইছে। এ লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সম্প্রতি রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় ৪ লাখ স্বেচ্ছাসেবক যোদ্ধা সশস্ত্র বাহিনীতে নিয়োগ দিতে চায়।  
     
    এর আগে, গত বছরের ডিসেম্বরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছিলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যুদ্ধ করতে সক্ষম এমন সেনা সংখ্যা অন্তত ১৫ লাখে উন্নীত করা প্রয়োজন। তবে এর জন্য ঠিক কতজনকে নতুন করে নিয়োগ দিতে হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি শোইগু।
    এদিকে গত সেপ্টেম্বরের পর থেকে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কত সৈন্য মারা গেছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রুশ কর্তৃপক্ষ। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, প্রায় ৬ হাজার রুশ সেনা ইউক্রেনে নিহত হয়েছে। তবে পশ্চিমাদের অনুমান রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষেরই দেড় লাখ করে মোট ৩ লাখ সেনা নিহত এবং আহত হয়েছে।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    May 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30