আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের ওপর পুলিশি অভিযান কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সবশেষ খবর অনুসারে, পিটিআইয়ের শীর্ষ দুই নারী নেত্রী ড. শিরীন মাজারি ও ডা. ইয়াসমিন রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। খবর জিও নিউজের।
পুলিশের দেয়া তথ্যানুসারে, ইসলামাবাদ পুলিশ ড. শিরীন মাজারির বাসভবনে শুক্রবার (১২ মে) সকালের দিকে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। পিটিআইয়ের এই কেন্দ্রীয় নেত্রীর গ্রেফতার এমন এক সময়ে হলো যখন দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
শিরীন মাজারি ছাড়াও পিটিআইয়ের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব আসাদ উমর, সাবেক তথ্যমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, আলী মোহাম্মদ খান ও সিনেটর এজাজ চৌধুরী।