• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তীব্র দাবদাহে হালদায় ডিম ছাড়েনি মা মাছ 

     obak 
    02nd May 2023 3:49 am  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: তাপমাত্রা দিন দিন বাড়ছে। দেখা নেই বৃষ্টির। জোয়ারে সাগরের লবণাক্ত পানি প্রবেশ করছে নদীতে। অব্যাহত তীব্র দাপদাহে হুমকির মুখে পড়েছে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী। প্রজনন মৌসুমেও অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় হালদায় ডিম ছাড়েনি কার্পজাতীয় মা মাছ।

    গবেষকরা জানান, প্রতি বছর প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুনের মধ্যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঢল নামলেই মা মাছের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়। হালদা নদীর পানির তাপমাত্রা ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ভালো। তবে বর্তমানে তাপমাত্রা ৩২ দশমিক ৪ থেকে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। সেই সঙ্গে পানিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি। এই কারণে জলবায়ু পরিবর্তনের ফলে ডিম ছাড়ার দুটি উপযুক্ত সময় চলে গেলেও কার্পজাতীয় মা মাছ ডিম ছাড়েনি বলে জানান গবেষকরা।


    তারা আরও জানান, ঝড়বৃষ্টি হলে, আকাশ গুড়ুম গুড়ুম ডাকলে চিত্ত চঞ্চল হয়ে ওঠে মাছদের। তখন তারা ডিম পাড়তে শুরু করে। কিন্তু বৃষ্টিহীন প্রকৃতি ও দাবদাহের কারণে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ছে না। এই প্রজনন মৌসুমে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির মা মাছ ডিম ছাড়ে হালদায়।


    তবে এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অপেক্ষায় থাকা হালদার ডিম সংগ্রহকারীদের।

    প্রকৃতির ওপর কারও হাত নেই উল্লেখ করে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, গত ফেব্রুয়ারি থেকে ডিম সংগ্রহকারীদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ দেয়া হচ্ছে। এ ছাড়া হ্যাচারি ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে, আমরা তা পুরোপুরি প্রস্তুত রাখছি।

    পর্যাপ্ত বৃষ্টিপাত হলে আগামী ৪ মে থেকে ৮ মে, ১৬ থেকে ২২ মে, ১ থেকে ৬ জুন, ১৬ থেকে ১৯ জুন মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।
    সূত্র: সময় সংবাদ
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    May 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30