obak
24th Apr 2023 2:15 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক: ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বোববার বিকেলে সাড়ে ৫টার দিকে বাঁশিলা উত্তর পাড়ায় গ্রামের খলিলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘনবসতি হওয়ায় মুহুর্তে বিভিন্ন বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে পুড়ে যায় ২৫টি বাড়ি।
ফায়ার সার্ভিসের নাটোর স্টেশনের সহকারি পরিচালক একে এম মুরশেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে সেখান থেকে বাকি ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর ৩টি ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে।