obak
19th Apr 2023 2:49 am | অনলাইন সংস্করণ
নিজেস্ব প্রতিবেদন: চট্টগ্রামে এবার শুঁটকির কোল্ড স্টোরেজে এমোনিয়া সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ। ধসে পড়েছে চারতলা ভবনের একাংশ। বিস্ফোরণে আগুন লাগলে দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ ঘটনায় আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।