obak
17th Apr 2023 4:29 am | অনলাইন সংস্করণ
মহানগর ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিটের আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
রোববার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন। এর আগে রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার দুই সপ্তাহের মধ্যে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। আগুন পুরোপুরি নেভাতে শনিবার রাতেও কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশেষে ২৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় বলে রোববার (১৬ এপ্রিল) সকালে জানায় ফায়ার সার্ভিস।