নিউজ ডেস্ক: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর নিউ মার্কেটের আগুনের তীব্রতা বাড়ছে। ইতোমধ্যে তৃতীয় তলায় ছড়িয়ে পড়েছে আগুন। তিন তলা এই মার্কেটে কয়েক হাজার দোকান রয়েছে। ঈদের আগে চোখের সামনে এভাবে স্বপ্ন পুড়তে থাকায় আহাজারি করছেন ব্যবসায়ীরা। তাদের আর্তনাদে চারপাশ ভারী হয়ে উঠছে। সকাল সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি। সকাল নয়টার দিকে এ প্রতিবেদন লোখার সময় আগুন নেভাতে কাজ করছিল ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। সহযোগিতায় আছে সশস্ত্র বাহিনীর দলও।
নিউ মার্কেটের কিছুটা দূরে দাঁড়িয়ে বিলাপ করছিলেন দোতলার ব্যবসায়ী নয়ন। বছর খানেক আগে তিনি শার্ট প্যান্টের নতুন দোকান দিয়েছিলেন। ঢাকা টাইমসকে বলেন, ‘আগুনের খবর পেয়ে মার্কেটে চলে আসি। অনেক কষ্টে দুই বস্তা মালামাল বের করতে পেরেছি। যে পরিমাণ ধোয়া ছিল, তাতে আর মালামাল বের করতে পারিনি। দোকানে ঈদ উপলক্ষে কয়েক লাখ টাকার মালামাল তুলেছিলাম।’ এই ব্যবসায়ীর স্বজনরাও নিউ মার্কেটের সামনের সড়কে আহাজারি করছিলেন।
নয়নের মা বলেন, পোলাডা কদিন আগে নতুন দোকান দিয়েছিল। ঈদের বেচাকেনা ভালো হবে ভাইবা অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করেছিলাম। সেগুলো দিয়ে মাল কিনেছিল। আগুনে সব শেষ হয়ে গেল।’
এদিকে নয়নের মতো আগুন লাগার খবর পেয়ে অনেক ব্যবসায়ী ছুটে এলেও তারা আগুনের কারণে দোকানে প্রবেশ করতে পারেননি। কয়েকজন কিছু মালামাল বের করতে পারলেও অনেকে তা পারিননি। ভয়াবহতা বাড়ায় বাইরে ব্যবসায়ীরা আহাজারি করছেন।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে এই আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।