obak
14th Apr 2023 3:31 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদন: রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ১৪ ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার রাত ১০টা ৮মিনিটে নবাবপুর টাওয়ারের পাশে ৭০/এ লুৎফর রহমান লেনের আইয়ুব ভবনে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী।
দমকল বাহিনী জানিয়েছে, রাতে আগুন লাগার খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট বাড়ানো হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরে নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় সেনাবাহিনী।