• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আন্দোলনের নামে সন্ত্রাস কখনো কল্যাণকর হতে পারে না : রাষ্ট্রপতি 

     obak 
    07th Apr 2023 10:49 am  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক : ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় হলো নির্বাচন উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ-সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত করা উচিত।

    শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০তম বছর পূর্তিতে বিশেষ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

    গণতন্ত্র আমদানি বা রফতানিযোগ্য কোনো পণ্য বা সেবা নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রহীন অবস্থায় যে উন্নয়ন হয় তা কখনো সার্বজনীন হতে পারে না। চর্চার মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত ও শক্তিশালী হয়।

    তিনি বলেন, দেশের উন্নয়ন স্থায়ী ও টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত করতে হবে।

    জাতীয় সংসদের ৫০তম বছর পূর্তিতে বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হয়। মূল কার্যক্রমের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    এর আগে বৃহস্পতিবার সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

    এদিকে সংসদের ৫০ বছরপূর্তিতে আয়োজিত বিশেষ অধিবেশন উপলক্ষে পুরো সংসদ এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বছরব্যাপী আরও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031