obak
27th Dec 2022 6:27 pm | অনলাইন সংস্করণ
আজ ২৭/১২/২০২২ তারিখ দুপুর ১২টায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর সংগঠন লায়ন্স ক্লাব অফ ঢাকা হ্যাভেন এর উদ্যোগে মানবতার সেবায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫বি২ এর জেলা গভর্নর বীরমুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাসেত এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন ডিষ্ট্রিক হেড কোয়ার্টার লায়ন মোঃ শাহাদাত হোসেন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন শেখ কামাল, কেবিনেট ট্রেজারার লায়ন আব্দুল লতিফ সিদ্দিকী,রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা,জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আবুল হাশেম, সাবেক প্রেসিডেন্ট লায়ন আজহার আলী ভূঁইয়া, ঢাকা হ্যাভেনের ট্রেজারার লায়ন ইন্জিনিয়ার আল আমিন,লায়ন হালিমা বেগম,লায়ন রোজিনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা হ্যাভেনের এর প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমেদ। মানবতার সেবায় ২০০টি কম্বল বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আইন শৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যগণ।
https://www.youtube.com/watch?v=qUzWpra_8Ds