obak
20th Oct 2022 2:00 pm | অনলাইন সংস্করণ
অপরাধ ডেস্ক:বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে দর্শনা সীমান্তের বুইচেতলা নামক স্থান থেকে বারগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে পাচারকারী পালিয়ে গেছে।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া জুতার ভেতর থেকে এক কোটি আট লাখ টাকা মূল্যের ১৩টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, দর্শনা ফুলবাড়ি বিওপির নায়েব সুবেদার দুলাল হকের নেতৃত্ব বিজিবির দুটি দল সীমান্তের ৮৪/১১৩-টি পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বুইচেতলা নামক স্থানে টহল দিচ্ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে এক ব্যাক্তি ফুলবাড়ি সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবির সদস্যদের দেখে তিনি জুতা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালোটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট থেকে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ১ কেজি ৫১৫ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি আট লাখ টাকা।
তিনি এও জানান, ফেলে যাওয়া মোবাইল নম্বরের সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম মিকাইল হোসেন। তিনি দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ানের ফুলবাড়ি গ্রামের আজমল হোসেনের ছেলে। এ বিষয়ে দর্শনা থানায় মামলা হয়েছে। আটক বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।