obak
18th Oct 2022 8:44 am | অনলাইন সংস্করণ
হামিদুল আলম সখা
একটি ছেলের নেশা ছিল
সাইকেল চালানো
একটি ছেলে ছিল
যে স্কুলে যেতো নিয়মিত
একটি ছেলে ছিল
যে কবুতরের ডিগবাজি দেখতো
একটি ছেলে ছিল
যে লেকের মাছের সাথে খেলা করতো
একটি ছেলে ছিল
বাবাকে ঘিরে তার স্বপ্ন ছিল
একটি ছেলে ছিল
যে মায়ের আঁচলে মুখ লুকাতো
পঁচাত্তরে ঘাতকরা তার সাথে
বিশ্বাসঘাতকতা করেছে
মায়ের কাছে নেয়ার নামে
ছোট্ট বুকটায় বুলেটে ঝাঝরা করেছে;
ছোট্ট সেই শেখ রাসেল
চলে গেছে নীল আকাশের আরো উপরে-
যেখানে তারাদের মেলা
সেখানে করছে রাসেল খেলা।