obak
11th Oct 2022 8:44 am | অনলাইন সংস্করণ
শফিউল মন্জুর ফরিদঃ আগামী ৫ নভেম্বর ২০২২ ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন। বাংলাদেশ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর শূন্য আসন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা, কৃষ্ণপুর) এর আসন্ন উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান তাঁরই কনিষ্ঠ পুত্র কৃষি গভেষক ও লেখক শাহদাব আকবর লাবু চৌধুরী।
আসনটিতে নৌকার মনোনয়ন চেয়েছিলেন ১৭ জন। তাদের মধ্যে এ্যড: জামাল হোসেন মিয়া ব্যতীত অন্য কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেই। তিনিই শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। তার দাবি, লাবু চৌধুরী বাদে অন্যান্য যারা মনোনয়ন চেয়েছিলেন তারা সবাই এবং তৃনমূল আওয়ামী লীগ তার সাথে আছেন। তিনি বলেন- যদি বেঁচে থাকি, তাহলে আমি নির্বাচন করব ইনশা-আল্লাহ্।
উল্লেখ্য যে, আওয়ামী লীগের প্রবীন রাজনীতিক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি একপ্রকার রাজনৈতিক শূন্যতায় পড়ে যায়। কে হবে এ আসনের নৌকার মাঝি তা নিয়ে অনেকটা দ্বিধা-বিভক্ত স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। এমনই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর অবিভাবকতূল্য প্রয়াত সংসদ উপনেতার স্মৃতির প্রতি সন্মান দেখিয়ে উপনেতা পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীকে দলীয় মনোনয়ন প্রদান করে প্রার্থী চুড়ান্ত করেন।
তবে, দলীয় এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালথা-নগরকান্দা, কৃষ্ণপুর আওয়ামী লীগের অধীকাংশ নেতা-কর্মী-সমর্থকেরা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা তৃনমূল আওয়ামী লীগের ব্যানারে লাবু চৌধুরীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যড: জামাল হোসেন মিয়াকে সমর্থন দিয়েছেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে জামাল হোসেন মিয়া বলেন- ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। আমি অবশ্যই নৌকার বিরুদ্ধে না, শেখ হাসিনা বা আওয়ামী লীগেরও বিরুদ্ধে না। নগরকান্দা-সালথার আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। নগরকান্দা-সালথার আওয়ামীলীগকে সুসংগঠিত করে নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এই নগরকান্দা-সালথার নির্যাতিত জনগণ এবং আওয়ামী লীগকে বাঁচানোই আমার একমাত্র লক্ষ্য, এটাই হলো আমার নির্বাচনে আসার উদ্দেশ্য। বিগত দিনে নগরকান্দা-সালথায় যে অন্যায়-অত্যাচার-নির্যাতন চলেছে, আমার এলাকার লোকজন মিথ্যা মামলা-হামলায় ঘর ছাড়া হয়েছে, সে নির্যাতন থেকে জনগণকে বাঁচানোর স্বার্থে, আওয়ামী লীগকে বাঁচানোর স্বার্থে ও জনগণের দাবির মুখে আমি নির্বাচন করছি’। গত ১০ অক্টোবর তিনি তার সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়ন জমা দিয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র জনাব, শাহদাব আকবর লাবু চৌধুরী গত ০৯ অক্টোবর-২০২২ ফরিদপুর রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপ-নির্বাচন কে কেন্দ্র করে উক্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।