obak
08th Oct 2022 3:20 pm | অনলাইন সংস্করণ
ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সড়কের পোরন বিবিবাজার থেকে কালামিয়ার পোল পর্যন্ত নবনির্মিত অংশ যেন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। সড়কের মাঝখানে অবস্থিত পল্লীবিদ্যুতের খুঁটিগুলোর কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। খুঁটিগুলো অপসারণের জন্য সড়ক ও জনপদ বিভাগ পল্লীবিদ্যুতকে পাঁচ মাস আগে টাকা দিলেও কাজ শুরু করেনি তারা।
২৮২ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও কবিরহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সংযোগ সড়কটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ১ জুলাই। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির অধিকাংশ কাজ সম্পন্ন হওয়ায় সড়কটিতে যানবাহন চলাচলও বেড়ে যায়। সড়কটির পোরনবিবি বাজার থেকে কালামিয়ার পোল পর্যন্ত নবনির্মিত অংশে সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের ২২টি খুঁটি থাকায় অনেকটা ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে। সামান্য অসতর্ক হলেই বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নতুন করে সড়কটি নির্মাণ করায় স্থানীয়দের মনে আনন্দ বিরাজ করলেও বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় সব সময় আতঙ্ক নিয়েই চলাফেরা করতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খুঁটিগুলো অপসারণের দাবি স্থানীয়দের।
স্থানীয়রা বলেন, রাস্তার কাজ হয়ে গেছে ভালো কথা। কিন্তু খুঁটিগুলোর জন্য গাড়ি চলাচলে অসুবিধা হয়। বিশেষত রাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ খুঁটিগুলো দ্রুত সময়ের মধ্যে সরাতে হবে, না হয় দুর্ঘটনা বাড়তেই থাকবে।
সূত্রে জানা গেছে, কাজটির টেন্ডারের যাবতীয় কাজ শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যেই খুঁটিগুলো অপসারণের কাজ সম্পন্ন করা হবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন জানান, ইতোমধ্যে খুঁটি অপসারণের জন্য প্রয়োজনীয় টেন্ডার সম্পন্ন হয়েছে। ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেয়া হলেই খুঁটিগুলো সড়কের মাঝখান থেকে অপসাণের কাজ শুরু হবে।
সড়কের মাঝখান থেকে দ্রুত বৈদ্যুতিক খুঁটিগুলো সরানো হলে জনসাধারণ নির্বিঘে চলাচল করতে পারবে এমনটাই বলছেন স্থানীয়রা।