obak
19th Sep 2022 7:27 pm | অনলাইন সংস্করণ
মেহেদি হাচান সম্রাট, ফরিদপুর: গত ১৯ শে সেপ্টেম্বর রাত আনুমানিক ০৩ টার দিকে ফরিদপুর শহরের ময়রা পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে আনুমানিক প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, কোতয়ালী থানাধীন চকবাজার ময়রা পট্টিতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারনে অগ্নিকান্ডের সূত্র পাত। এই অগ্নিকান্ডে চিন্ময় ঘোষ, বৈশাখী পেইন্টস ও হার্ডওয়ার এর দোকান, আব্দুল হালিম, হার্ডওয়ার নামক টিনের দোকান, স্বপন দে, চিটাগাং বেকারি এবং বিকাশ বিশ্বাস, তেল ও হলুদ মিল পুড়ে যায়। সংবাদ পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে তেমন কোন হতাহতের কথা জানা যায়নি।