• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাঝ আকাশে দুই পাইলটের মারামারি 

     obak 
    30th Aug 2022 3:06 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক :সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্যারিসে যাচ্ছিল এয়ার ফ্রান্সের একটি বিমান। কিন্তু উড্ডয়নের কিছু সময় পর কোনো এক বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিমানটির পাইলট ও কো-পাইলট। একপর্যায়ে যা রীতিমতো মারামারিতে গড়ায়।

    গত জুন মাসের এ ঘটনাটি শনিবার (২৭ আগস্ট) নিশ্চিত করেন এয়ার ফ্রান্সের একজন মুখপাত্র। আর ফ্রান্সের স্থানীয় লা ট্রিবিউন পত্রিকার বরাত দিয়ে সোমবার (২৯ আগস্ট) এ খবর জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়, ঝগড়ার একপর্যায়ে অভিযুক্ত দুই পাইলট মারামারি শুরু করলে কেবিন ক্রুরা গিয়ে তাদের থামান। পরে নিরাপদেই গন্তব্যে পৌঁছায় বিমানটি। তবে চলন্ত বিমানে অর্থাৎ দায়িত্ব পালনকালে মারামারিতে জড়ানোয় ওই দুই পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ফ্রান্স।

    এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ককপিটে মারামারির ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রান্সের আকাশ পরিষেবা সংক্রান্ত তদন্তকারী প্রতিষ্ঠান-বিইএ।

    অভিযুক্ত দুই পাইলটের নাম প্রকাশ করা না হলেও সম্প্রতি বিইএ’র তদন্তকারীদের জমা দেয়া প্রতিবেদনে বলা হয়, ওই বিমানের পাইলট ও কো-পাইলট নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান মানেননি। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য, তাই তাদের বরখাস্ত করা হয়েছে।

    এয়ার ফ্রান্সের পাইলটদের এমন গাফিলতির তিনটি ঘটনা চিহ্নিত হয়েছে। যার সবই ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ঘটেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে এয়ার ফ্রান্স তাদের পাইলটদের নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    August 2022
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031