• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টিসিবির পণ্য গুদামজাত করে জমজমাট ব্যবসা 

     obak 
    21st Aug 2022 9:37 am  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক:অবৈধভাবে টিসিবির পণ্য গুদামজাত করায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থেকে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় গুদাম থেকে টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।
    রোববার (২১ আগস্ট) সকালে পরিচালিত এক অভিযানে টিসিবির পণ্যসহ একজনকে আটকের তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

    গ্রেপ্তারকৃত আবদুল আজিজ সুমন (৩৪) হাটহাজারী থানার এনায়েতপুর গ্রামের মৃত সুলতান আহম্মদের ছেলে।

    নুরুল আবছার জানান, কিছু অসাধু ব্যবসায়ী টিসিবির পণ্য (সয়াবিন তেল, ডাল ও চিনি) খোলা বাজারে সাধারণ মানুষের কাছে বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় বায়েজিদ এলাকার একটি গোডাউনে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে আবদুল আজিজ সুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে- ওই এলাকার একটি গোডাউন থেকে টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন জানায়, সে পলাতক আসামি টিসিবির ডিলার মো. বাবুর মাধ্যমে দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য সংগ্রহ করতো। পরে সেসব পণ্য মজুত করে টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাজেটজাত করে বিক্রি করে আসছে।

    নুরুল আবছার বলেন, টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রির কথা থাকলেও অসাধু ডিলার ও ব্যবসায়ীরা নিজেদের ভাড়া করা গোডাউনে অবৈধভাবে মজুত করে। পরে সেই পণ্যগুলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছে। ফলে সাধারণ ভোক্তাগণ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায় না। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব-৭ এর এই সিনিয়র সহকারী পরিচালক।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    August 2022
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031