obak
04th Aug 2022 2:39 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক:গত ৩ আগস্ট ২০২২ তারিখ বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা সংগঠনের সভাপতি জনাব হাশিম ইকবাল এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা লাউঞ্জে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ শফিকুল ইসলাম।সভা পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব মোঃ শামসুল হক আজাদ। শুরুতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন এবং নব নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন হামিদুল আলম সখা, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর সভাপতি জনাব মোঃ লিয়াকত আলী, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সভাপতি অহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে নব নির্বাচিত কমিটি ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

