• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিদ্যুতের অভাবে মানুষ অসহনীয় কষ্ট সহ্য করছে: জি এম কাদের 

     obak 
    27th Jul 2022 2:42 am  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক:জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, লোডশেডিংয়ের নামে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। রাজধানীর কিছু ভিআইপি এলাকা ছাড়া বিদ্যুতের অভাবে মানুষ অসহনীয় কষ্ট সহ্য করছে। মঙ্গলবার দুপুরে গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন গুলশান লেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন জি এম কাদের। এ সময় জাতীয় মৎস্যজীবি পার্টি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, দেশের প্রতিটি সংকটে আমরা সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছি। কিন্তু সরকার আমাদের ডাকছে না। অথচ দেশের মানুষ উৎন্ঠার সঙ্গে জানতে চাচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। কিন্তু সরকার কোনো কিছুই পরিস্কার করছে না। তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে আমরা জানতে পারছি, বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি কিছু প্রতিষ্ঠানকে বসিয়ে বসিয়ে মাসে ২ হাজার কোটি টাকা হারে ২৪ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। অপর এক সূত্রে জানা গেছে, পিডিবির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) কাছে বিদ্যুৎ উৎপাদন করে এমন কোম্পানিগুলোর পাওনা ৩০ হাজার কোটি টাকা। বকেয়া পাওনা পরিশোধ করতে না পারলে পিডিবিকে আর বিদ্যুৎ দেবে না ওই সব প্রতিষ্ঠান। সরকারের উদ্যেশে জি এম কাদের বলেন, এমন বাস্তবতায় দেশের সচেতন মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীর বাইরে বিদ্যুৎ বিপর্যয়ে মারাত্মক অবস্থা বিরাজ করছে। সঠিক ব্যবস্থাপনায় ব্যর্থ হলে সরে দাঁড়ানো উচিত। পারবেনও না, আবার ছাড়বেনও না তা তো হতে পারে না।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    July 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031