• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পশ্চিম জার্মানির কিংবদন্তি উয়ি সিলার মারা গেছেন 

     obak 
    22nd Jul 2022 3:31 am  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক : তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা জার্মানি ও হামবুর্গের সাবেক স্ট্রাইকার উয়ি সিলার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শুক্রবার (২২ জুলাই) হামবুর্গ সিলারের মৃত্যুর কথা জানায়।

    ১৯৫৪ থেকে ১৯৭২ পর্যন্ত হামবুর্গের হয়ে ৫৮০ ম‍্যাচে ৪৯০ গোল করেন উয়ি সিলার। ২০০৩ সালে সিলারকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় হামবুর্গ। পশ্চিম জার্মানিকে ৪০ ম‍্যাচে নেতৃত্ব দেন এই স্ট্রাইকার। এর মধ‍্যে আছে ১৯৬৬ সালে ইংল‍্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া বিশ্বকাপ ফাইনালও। তাকে ২০০৪ সালে ফিফার ১২৫ জীবিত সেরা ফুটবলারদের তালিকায় রেখেছিলেন পেলে।

    কয়েক মিনিটের জন‍্য ব্রাজিলিয়ান এই ফুটবল কিংবদন্তিকেই পেছনে ফেলে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে চার আসরে গোলের কীর্তি গড়েছিলেন সিলার। তিনবার তিনি জেতেন জার্মানির সেরা খেলোয়াড়ের পুরস্কার। ১৯৬০ সালে ব‍্যালন ডি’অরে হন তৃতীয়।

    এদিকে বুন্দেস লিগার অনেক ক্লাব তার মৃত‍্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা জানিয়েছে, সিলারের প্রতি সম্মান জানিয়ে আগামী মঙ্গলবার (২৬ জুলাই) উইমেন’স ইউরোর কোয়ার্টার-ফাইনালে জার্মানি ও অস্ট্রিয়া ম‍্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    July 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031