খেলাধুলা :ক্যারিবীয় সফর শেষে দুই ধাপে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২১ ও ২২ জুলাই দেশে ফিরবে মুস্তাফিজ-মিরাজরা। তবে তাদের সঙ্গী হবেন না বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজের সফরটা এবার বাংলাদেশের জন্য ছিল এক মিশ্র অনুভূতি। টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টিতেও ২-০ তে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে নিজেদের সবচেয়ে সফলতম ফরম্যাটে চেনারূপে ফিরেছে তামিম-মুস্তাফিজরা। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হারিয়ে বাংলাওয়াশ পূর্ণ করে সিরিজ শেষ করে টাইগাররা।
এই মিশ্র অভিজ্ঞতার পর এবার পালা বাংলাদেশ দলের বাড়ি ফেরা। তবে টিকিট জটিলতার কারণে পুরো দল একসঙ্গে দেশে ফিরতে পারছে না। তাই দুই ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল। তবে ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশে ফিরছে না দলের বিদেশি কোচিং স্টাফরা। তারা নিজ নিজ দেশে চলে যাবে ছুটি কাটাতে।
দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সিডন্স যাবেন অস্ট্রেলিয়ায়।
এদিকে ক্রিকেটারদের দুই বহনই ঢাকায় নামার কথা আছে বিকেল ৫টায়। তবে দলের সঙ্গী হয়ে এখনই ফিরছেন না ওয়ানডে দলের অধিনায়ক তামিম। তিনি ছুটি কাটাতে কয়েক দিন ইংল্যান্ডে অবস্থান করবেন। তাই ক্যারিবীয় দ্বীপ থেকে তামিম যাবেন ইংল্যান্ড।