নিউজ ডেস্ক:করোনার কারণে সারাবিশ্ব যখন বিপর্যস্ত তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
মঙ্গলবার (২৮ জুন) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে ফিতা কেটে মধুমতি ব্যাংকের ৪৮তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ব্যাংকের সার্বিক মঙ্গল কামনা করেন তিনি।
পরে এক আলোচনা সভায় অংশ নিয়ে কামরুল ইসলাম বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার কথা জানান।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক দিক দিয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, কামরাঙ্গীরচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়াসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।