obak
22nd Jun 2022 2:00 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক:মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। কুশিয়ারা নদী ও হাকালুকি হাওর পাড়ের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। নতুন করে পানি উঠায় নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে।
নদীর তীরে শতাধিক ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি পানিতে টইটুম্বুর। অসহায় এ মানুষগুলো পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
হাকালুকির হাওরের পানিতে জুড়ী ও বড়লেখা উপজেলার অভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়ক নিমজ্জিত থাকায় সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি।
জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে, কুলাউড়া, বড়লেখা, জুড়ী ও মৌলভীবাজার সদর উপজেলার ৪২টি ইউনিয়নের দুই লাখ ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। জেলার ৯৮টি আশ্রয় কেন্দ্রে বাড়ি-ঘর হারা লোকজন আশ্রয় নিয়েছেন। টিউবওয়েল পানির নিচে তলিয়ে থাকায় বিশুদ্ধ খাবার পানির অভাব তীব্র হয়ে দেখা দিয়েছে। একই সাথে খাদ্যাভাব।
জানা গেছে, জেলা প্রশাসন ২১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এছাড়া দুই হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এদিকে দুর্গতরা কোনো ত্রাণ পাননি বলে অভিযোগ জানিয়েছেন।
তবে কোনো কোনো স্থানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্রে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা গেছে। ১৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে থাকায় সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।