আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সমর্থনের জন্য প্রতিরক্ষা বাহিনীর ৩০ সদস্য মোতায়েন করবে নিউজিল্যান্ড। তারা সেখানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ দেবে। খবর আল-জাজিরার।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর ৩০ সদস্য ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেবে। তারা জুলাইয়ের শেষ পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবে। ইউক্রেন সামরিক অভিযানে এগিয়ে থাকলেও কিছু শহর এখনো রাশিয়ার দখলে। এখন পর্যন্ত যুক্তরাজ্যসহ অনেক দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর দলটি এল ১১৯ ১০৫ মিমি লাইট ফিল্ড বন্দুকের প্রশিক্ষণ দেবে। এ অস্ত্রটি নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ নিয়মিত ব্যবহার করে। দলটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তত ২৩০ সদস্যকে প্রশিক্ষণ দেবে। প্রত্যেকের জন্য এক সপ্তাহ সময় ধরে চলবে এ প্রশিক্ষণ।
সোমবার (২৩ মে) এ বিষয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, নিউজিল্যান্ডকে বিশেষভাবে এই উদ্দেশ্যে প্রশিক্ষণ দল সরবরাহ করতে বলা হয়েছে। এ সময় আরডার্ন রাশিয়ার সামরিক অভিযানকে অন্য দেশের সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিক্রিয়ায় শুধু রাশিয়ার ওপর নিন্দা নয়; বরং ইউক্রেনকে সমর্থন অন্তর্ভুক্ত হয়েছে।’
এ ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়ে নিউজিল্যান্ডকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। তাদের পাশাপাশি যুক্তরাজ্যও ইউক্রেনকে সামরিক সরঞ্জাম পাঠাবে। তারা প্রশিক্ষণ গোলাবারুদ এবং লক্ষ্য ব্যবস্থাসহ অন্যান্য সরঞ্জামের সমন্বয় করবে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেনি হেনারে বলেন, ‘আমাদের আন্তর্জাতিক অংশীদাররা আমাদের সামরিক সহযোগিতার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। তারা ইতোমধ্যে আমাদের অবদানকে স্বীকৃতি দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সাহায্যের আহ্বানে সাড়া দিয়েছি। আমরা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের এল ১১৯ লাইট ফিল্ড বন্দুক চালাতে সক্ষম করে তুলব। কেননা, ইউক্রেনের সৈন্যরা তাদের দেশকে রক্ষায় যুদ্ধ করে চলেছে।’
তিনি বলেন, ‘আমাদের একটি অগ্রিম দল এই সপ্তাহে মোতায়েন করা হবে। আর্টিলারি ট্রেনিং সদস্যদের যত দ্রুত সম্ভব মোতায়েন করা হবে। আমরা আশা করছি, আগামী মাস থেকে প্রশিক্ষণ শুরু করতে পারব।’
নিউজিল্যান্ড গত এপ্রিলে ইউরোপে ৫০ কর্মী মোতায়েন করে। যাদের সঙ্গে ছিলেন যুক্তরাজ্য এবং বেলজিয়ামের নজন গোয়েন্দা বিশ্লেষক এবং একটি সি-১৩০ হারকিউলিস হেলিকপ্টার। প্রতিরক্ষা বাহিনী ৪৭৩টি হেলমেট এবং ৫৭১টি ক্যামোফ্লেজ ভেস্টসহ ইউক্রেনের সামরিক বাহিনীকে ১০৬৬টি বডি আর্মার প্লেট দিয়েছে।
এখন পর্যন্ত নিউজিল্যান্ড ইউক্রেনের সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য প্রায় ১৫.৭ মিলিয়ন ডলার দিয়েছে এবং রাশিয়ান আক্রমণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।