লক্ষীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে পুকুর থেকে রোববার দুপুরে দেড় বছরের শিশু খাদিজা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি উপজেলার চরলরেন্স গ্রামের নিঃসন্তান কৃষক আলমগীর হোসেন ও কুলছুম দম্পতির দত্তক মেয়ে।
আলমগীরের আত্মীয় শাহরিয়ার কামাল বিষয়টি নিশ্চিত করে জানান,তার আত্মীয় আলমগীর ও কুলছুম দম্পতির কোন সন্তান ছিলোনা।পাবনা থেকে তিনি ওই শিশুটিকে দত্তক কন্যা হিসেবে তাদেরকে এনে দেন।
রোববার সকালে বাড়ির উঠানে শিশুটি হামাগুড়ি দিচ্ছিলো। পরিবারের অন্য সদস্যদের অগোচরে শিশুটি ঘরের কোনের পুকুরে পড়ে যায়।শিশুটিকে হারিয়ে পিতা-মাতা শোকে কাতরাচ্ছেন বার বার। কমলনগর থানার ওসি মো: সোলেমান হোসাইন জানান, শিশুর মৃত্যুর ঘটনাটি বেদনাদায়ক। তার পর কিভাবে মৃত্যু হয়েছে। সেই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।