obak
21st May 2022 9:14 am | অনলাইন সংস্করণ
খেলাধুলা ডেস্ত : বাংলাদেশ ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম হজে যাচ্ছেন। এজন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যাবে না তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) ছুটি চাইলে এটি মঞ্জুরও করা হয়।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছে না মুশফিক। সে এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ’
ক্যারিবীয় সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত খেলাগুলো হবে। ২২ জুন মুশফিকের হজের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।