• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ম্যাগুয়েরের বাড়ি বোমা মেরে ‍উড়িয়ে দেওয়ার হুমকি! 

     obak 
    22nd Apr 2022 3:08 am  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা:ইংলিশ ফুটবলার হ্যারি ম্যাগুয়েরের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে কে বা কারা হুমকি দিয়েছেন সে বিষয়ে কিছু খোলাসা করা হয়নি। ধারণা করা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্স এবং সবশেষ লিভারপুলের বিপক্ষে ম্যাচে বড় হারের কারণে বিক্ষুব্ধ সমর্থকরা তাকে এমন হুমকি দিয়ে থাকতে পারেন।

    ম্যাগুয়েরের পক্ষ থেকে এক মুখপাত্র ইংলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হ্যারি তার বাড়িকে লক্ষ্য করে গুরুতর হুমকি পেয়েছেন, এখানে হ্যারি তার পরিবার নিয়ে থাকেন। তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তারা এখন এই বিষয়টি সামলাচ্ছেন। তার বাড়ি ও তার আশেপাশের মানুষের নিরাপত্তাকে প্রধান্য দিচ্ছেন হ্যারি।

    এদিকে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) চেশায়ার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, ২০ এপ্রিল বুধবার চেশায়ার পুলিশকে উইলস্লো অঞ্চলের এক বাড়িতে বোমার হুমকির কথা জানানো হয়। এখন পর্যন্ত কাউকে বাড়ি থেকে বের করা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২১ এপ্রিল বিকেলে পুলিশের বোমা শনাক্তকারী কুকুরকে সেই ঠিকানায় নিয়ে যাওয়া হয়, যেন বাগান ও তার আশেপাশের জায়গাগুলোয় তল্লাশি চালানো যায়।

    এর আগে, ইউনাইটেডের বর্তমান অবস্থার জন্য মাঠ ও মাঠের বাইরে বেশ কয়েকবার সমর্থকরা দুয়ো দিয়েছেন ম্যাগুয়েরকে। এদিকে তার অধীনে বর্তমান দলের অবস্থা খুবই নাজেহাল। আগামী চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে ম্যান ইউ টিকিট পাবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ইপিএলের পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে দলটি। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার ও পঞ্চম স্থানে থাকা আর্সেনাল তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে নিজেদের ঝুলিতে ৩ পয়েন্ট বেশি পুরেছে।


    এদিকে, বৃহস্পতিবার আয়াক্স কোচ এরিক টেন হ্যাগকে ম্যানউইর স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেট্রোর বরাতে জানা গেছে, টেন হ্যাগ ক্লাবের দায়িত্ব নিলে ক্রিস্টিয়ানো রোনালদোসহ ম্যাগুয়ের, ব্রুনো ফার্নান্দেজ এবং মার্কাস রাশফোর্ড, পল পগবা, এডিনসন কাভানিসহ অন্তত ১০ জন ফুটবলার ক্লাব ছাড়ার তালিকায় থাকবেন। এমনটাই দাবি করেছেন ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ক্লেবারসন। ফলে ম্যাগুয়ের শেষ পর্যন্ত ম্যানইউতে থাকেন কিনা সেটাই এখন দেখার বিষয়।  সূত্রঃ মার্কা ডট কমের

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930