মাদারীপুর প্রতিনিধি : গত এপ্রিল মাদারীপুর পুলিশ সুপার কার্যালয় এর সামনে মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে ধারণ করে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক প্রতিবন্ধী কে দিয়েছেন একটি হুইল চেয়ার। আর আফতাব উদ্দিন মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াদুদ মিয়া (জনি মিয়া) দিয়েছেন চার হাজার টাকার বাজার, নগদ এক হাজার টাকা এবং তার স্ত্রীকে শাড়ি।
প্রতিবন্ধী কালকিনির মোখলেস উদ্দিন খুব খুশি এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয় সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের সাংবাদিক সংগঠন মৈত্রি মিডিয়া সাধারণ সম্পাদক এসএম আরাফাত হোসাইন, মাসুদুর রহমান, আর্ত-মানবতার সেবায় নিয়োজিত মানবিক নারী কর্মী সাংবাদিক আয়েশা আকাশী।