obak
19th Apr 2022 3:30 pm | অনলাইন সংস্করণ
রুহুল আমিন,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিপুল পরিমাণ মাদকসহ বাবা-মা, ছেলে ও
ফুফুসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়টা নিশ্চিত করেছেন আক্কেলপুর
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে
আক্কেলপুর উপজেলার পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের মোজাম্মেলের
বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ওই বাড়ি থেকে নিষিদ্ধ ১৯৮ বোতল
ফেন্সিডিল ও ১৫৮ বোতল এমকেডিল নামক মাদকদ্রব্য উদ্ধার করে। ওই পরিবারের ৪
জনসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের মোত্তালেব হোসেন
(৩২), তার পিতা- মোজাম্মেল হক (৬২), তার মাতা-মোসলেমা বিবি,(৫০) তার ফুফু-
আনোয়ারা বেওয়া (৪০) এবং জেলার পাঁচবিবি উপজেলার শালুয়া গ্রামের কামাল
উদ্দীনের ছেলে নাজির হোসেন (৩৩)।
ওসি সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়। বিকেলে তাদের বিরুদ্ধে মামলা
দায়ের পরে জেল হাজতে পাঠানো হয়েছে।