• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ব্যাচেলর রমজান 

     obak 
    18th Apr 2022 3:54 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক:দিন দিন জনপ্রিয়তা বাড়ছেই ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র। যার নির্মাণ কারিগর পরিচালক কাজল আরেফিন অমি। এবার ঈদ উপলক্ষে দর্শকদের জন্য অমি নিয়ে আসছেন ‘ব্যাচেলর রমজান’। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ঈদের সময় সবাই প্রেম, অ্যাকশন থ্রিলার এবং সিরিয়াস গল্পের নাটক বানায়। কিন্তু শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা পালন করে, কীভাবে সেহরি করে, কীভাবে রমজানের ঈদ পালন করে এসব নিয়ে কেউ কিছু নির্মাণ করে না। আমি যেহেতু ব্যাচেলরদের জীবন নিয়ে কাজ করছি, তাই এবারের রমজানে ‘ব্যাচেলর রমজান’ নাটকটি করার পরিকল্পনা করি। কাবিলা,পাশা, শুভ, হাবু- এরা রমজানে কী করে? কে রোজা রেখে গোপনে খেয়ে ফেলে, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে একেবারে হাজি হয়ে যায়, কে কীভাবে শপিং করে, ডেটিং করে- এসব বিষয়ই উঠে আসবে এই নাটকে। আগামী ১৮ এপ্রিল থেকে নাটকটির শুটিং শুরু হবে। ঈদের দিন নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930