আন্তর্জাতিক ডেস্ক:আন্তযুক্তরাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনা বেড়েই চলেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা। নারীদের প্রতি সহিংসতা বন্ধে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন।
যৌন নিপীড়ন, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন সহিংসতার মুখোমুখি ব্রিটেনের নারীরা। যার ছোবল থেকে বাদ যাচ্ছে না ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিও। গত ৬ মাসে শুধু লন্ডনেই তিন বাংলাদেশি নারী খুন হয়েছেন।
যাদের মধ্যে ইয়াসমিন বেগম ও সুতেরা বিবি নিজ বাসায় এবং স্কুল শিক্ষিকা সাবিনা নেছা বাসার সামনের একটি পার্কে খুন হন।
নারী নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সম্প্রতি ‘ওম্যান ভয়েসের’ আয়োজনে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে দেশজুড়ে নারীদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
সমাবেশে অংশ নিয়ে ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী বলেন, নারীরা ঘরে, বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানাভাবে হয়রানি ও নৃশংসতার শিকার হচ্ছেন। এসব মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
ব্রিটিশ সরকারের কেন্দ্রীয় বাজেটে ঘাটতির কারণে নারী নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম।
গত বছর লন্ডনের রাস্তা থেকে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্রিটিশ পুলিশ কর্মকর্তাকে আজীবন কারাদণ্ড দেন ব্রিটিশ আদালত।