obak
16th Apr 2022 6:17 am | অনলাইন সংস্করণ
পুলিশ বাহিনীতে গুণগত পরিবর্তন হয়েছে, এই গুণগত পরিবর্তনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি কোনো ব্যর্থতা থাকে তা পুলিশের নিজের, বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। শনিবার (১৬ এপ্রিল) রমনায় পুনাক কার্যালয়ে বৈশাখী মেলার উদ্বোধন শেষে এসব বলেন পুলিশের আইজিপি।
তিনি বলেন, পুলিশ বাহিনীতে গুণগত পরিবর্তন হয়েছে। এ গুণগত পরিবর্তনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি কোনো ব্যর্থতা থাকে তা পুলিশের নিজের। বিগত বছর চ্যালেঞ্জিং ছিলো, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে
বেনজির আহমেদ আরও বলেন, বাংলাদেশ সমৃদ্ধ সংস্কৃতির দেশ। এই দেশে সব সম্প্রদায়ের মানুষের এক সাথে বসবাসের হাজার বছরের অভিজ্ঞতা রয়েছে। তবে মাঝে মাঝে ব্যাত্যয় হবে, হয়। দেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না, এখন আছে, বলেও মন্তব্য করেন পুলিশ মহাপরিচালক।
সূত্র : যমুনা টিভি