আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র’ ব্যবহার করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই শঙ্কার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কিয়েভের প্রেসিডেন্টের কার্যালয় থেকে সিএনএনের সাংবাদিক জেক ট্যাপারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘পুতিন পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের দিকে যেতে পারেন। কারণ, তার কাছে ইউক্রেনের নাগরিকদের জীবনের কোনো মূল্য নেই।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের (রাশিয়া) কাছে মানুষের জীবন মূল্যহীন। তাই তারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করা উচিত, তবে ভয় পাওয়া উচিত নয়। ভীত না হয়ে আমাদের প্রস্তুত হতে হবে। আমি মনে করি, এটি শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয়।’
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি সামরিক কারখানা গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। এর আগে, সামরিক কারখানায় আঘাত হানতে সমুদ্রভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্যালিবর ব্যবহার করার কথা জানায় মস্কো।
অন্যদিকে, সামরিক অভিযান শুরুর পর রাশিয়া প্রথমবারের মতো মারিউপোলে দূরপাল্লার ‘বোম্বার’ ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকসান্দ্র মোতুজিনস্ক। তার দাবি, রাশিয়া এখন মারিউপোল, পোপাসনা ও রুবিজনি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুসারে, রুশ হামলার মুখে গত ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকটে পড়েছে ইউরোপ।