• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইইউর ১৮ কূটনীতিককে বহিষ্কার করে প্রতিশোধ নিল মস্কো 

     obak 
    15th Apr 2022 11:17 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক :বেলজিয়াম থেকে সম্প্রতি বহিষ্কার করা হয় রাশিয়ার ১৯ জন কূটনীতিককে। এর প্রতিশোধ হিসেবে এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করল মস্কো। খবর রয়টার্সের।

    ইউরোপীয় ইউনিয়নের শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে গত ৫ এপ্রিল রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করে ইইউ। এর কারণ হিসেবে সে সময় ইইউর এক বিবৃতিতে বলা হয়, ‘তারা (রুশ কূটনীতিকরা) এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।’

    রয়টার্স বলছে, এর জবাবেই মূলত শুক্রবার (১৫ এপ্রিল) ইইউর ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করল মস্কো। এ ছাড়া ইইউর ওই কূটনীতিকদের যত দ্রুত সম্ভব রাশিয়া ত্যাগ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।

    তবে মস্কোর এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে ইইউ বলছে, ‘রুশ কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই এবং এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়।’

    সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইইউ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘এ ধরনের সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখলে রাশিয়া আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।’

    এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র’ ব্যবহার করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই শঙ্কার কথা জানান তিনি।

    কিয়েভের প্রেসিডেন্টের কার্যালয় থেকে সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘পুতিন পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের দিকে যেতে পারেন। কারণ, তার কাছে ইউক্রেনের নাগরিকদের জীবনের কোনো মূল্য নেই।’

    ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের (রাশিয়া) কাছে মানুষের জীবন মূল্যহীন। তাই তারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করা উচিত, তবে ভয় পাওয়া উচিত নয়। ভীত না হয়ে আমাদের প্রস্তুত হতে হবে। আমি মনে করি, এটি শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয়।’ 

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031