• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এমপি একরামের ‘বাবুর্চি সাজে’ মাংস রান্নার ছবি ভাইরাল 

     obak 
    04th Aug 2021 10:22 am  |  অনলাইন সংস্করণ

    নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর ঈদের দিন নিজ হাতে মাংস রান্না করার কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

    ছবিতে দেখা যায় ‘বাবুর্চি সাজে’ এমপি একরামুল করিম চৌধুরী কোমড়ে গামছা পেঁচিয়ে বড় পাতিলে মাংস রান্না করছেন। ছবিগুলো অবশ্য এমপি নিজেই ফেসবুকে আপলোড করেছেন। সেই ছবির ক্যাপশন তিনি লিখেছেন, ‘ঈদের নামাজ আদায় করে প্রতিবছরের মতো এবারও নিজ হাতে বাড়ির সকলের জন্য কোরবানির গোশত রান্না করতেছি।’

    এমপির ছবিসহ পোস্টটি একদিনে সাড়ে সাত হাজার লাইক, ১ হাজার ৬০০ কমেন্টস ও ৪৪৩ বার শেয়ার করেছেন তার অনুসারী ফেসবুক ব্যবহারকারীরা।

    এ প্রসঙ্গে একরামুল করিম চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমি প্রতিবারই ঈদের দিন রান্না করে সবাইকে খাওয়াই। আমার রান্না করা ওই পাতিলে ৫৫ কেজি গরুর মাংস ছিল। এছাড়া আরও দুই পাতিলে মাংস রান্না করা হয়। ওইদিন মোট এক হাজার দলীয় নেতাকর্মীকে খাওয়ানোর আয়োজন করা হয়।’

    এদিকে তাকে বসুরহাটের মেয়র কাদের মির্জা কর্তৃক কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার প্রসঙ্গে জানতে চাইলে এমপি একরামুল বলেন, ‘তার এলাকায় আমার কাজ কী? এটি হাস্যকর। কাদের মির্জা এখন সবার কাছে হাসির পাত্র হয়ে গেছে। সে মানসিকভাবেও বিকারগ্রস্ত বলে মনে করি।’

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    August 2021
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031