১৬ আগস্ট ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের গণসংলাপ ও পদযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের উদ্যোগে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে গণসংহতি আন্দোলনের উদ্যোগে গণসংলাপ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিচার, সংক্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, বৈষম্যহীন ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে আয়োজিত গণসংলাপ ও পদযাত্রা কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী।

এছাড়াও বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দিনাজপুর জেলা কমিটির সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ, অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, দিনাজপুর জেলা কমিটির সংগঠক এডভোকেট সুলতান মাহমুদ শিশির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাকিরুল ইসলাম শাকি, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হৃদয় হাসান স্বাধীন প্রমুখ। গণসংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক মাহামুদ হাসান বাবু এবং সভাপরিচালনা করবেন সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু।

ফুলবাড়ী উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের আহবায়ক মাহামুদ হাসান বাবু ও সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু বলেন, বর্তমানে নতুন রাজনৈতিক বন্দোবস্তোর জন্য গণসংহতি আন্দোলনের গণসংলাপ ও পদযাত্রা কর্মসূচিকে সফল করতে চলতি মাসের ১ তারিখ থেকে উপজেলা জুড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত রাখা হয়েছে সকল শ্রেণি ও পেশার মানুষের মাঝে। আশা করা যাচ্ছে গণসংলাপ ও পদযাত্রায় কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, আদিবাসী নারী-পুরুষসহ সকল শ্রেণি ও পেশার মানুষ অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *