খেলাধুলা ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক উইন্ডিজকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে সফরকারীদের দেয়া ১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৬৪ রানে থামে উইন্ডিজ। ম্যাচে অর্ধশতকের পাশাপাশি ২ উইকেট শিকার করে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইম আইয়ুব।
শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে শিহাবজাদার উইকেট হারালেও পাকিস্তানের হয়ে ৮১ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও ফখর জামান।
সর্বোচ্চ ৫৭ রান করে হোল্ডারের শিকার হোন আইয়ুব। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে আউট হন ফখর। এছাড়া নওয়াজের ব্যাট থেকে আসে ২৪ রান। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পায় পাকিস্তান।
জবাবে ধীরগতির ৭২ রানের ওপেনিং জুটিতে চাপে পড়ে উইন্ডিজ। সেখান থেকে ১১০ রানে ৭ম উইকেট হারায় স্বাগতিকরা।
শেষ দিকে ২৩ বলে ৫৪ রানের ঝড়ো জুটিতে কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন জেসন হোল্ডার ও শামার জোসেফ। ১২ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন হোল্ডার। ৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সিয়াম আইয়ুব।
উল্লেখ্য, আগামী রোববার (৩ আগস্ট) একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-উইন্ডিজ।