শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দারুণ সূচনা বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল টাইগাররা। শেষ ওভারের নাটকীয়তায় তৈরি হওয়া উত্তেজনা জয়গানে পরিণত হয় নাসুম আহমেদের শান্ত সিঙ্গেলে।

শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় শূন্য রানে বিদায় নেন তানজিদ হাসান তামিম। তবে সেই চাপ কাটিয়ে সাইফ হাসান ও লিটন দাস গড়ে তোলেন ৫০ রানের জুটি। লিটন ২৩ রানে ফিরলেও সাইফ ব্যাট হাতে দেখান দৃঢ়তা। ৪৫ বলে চার-ছক্কার ইনিংস খেলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। শেষ পর্যন্ত ৬১ রান করে বিদায় নেন তিনি।
তাঁর বিদায়ের পর ব্যাট হাতে দৃঢ়তা দেখান তাওহিদ হৃদয়। আগের দুই ম্যাচে রান করতে না পারা এই ব্যাটার এদিন খেলেন ৫৮ রানের লড়াকু ইনিংস। শেষ মুহূর্তে জয় প্রায় নিশ্চিত করলেও ম্যাচে রোমাঞ্চ জমে ওঠে শেষ ওভারে। প্রথম বলেই জাকের আলি অনিক বাউন্ডারি হাঁকিয়ে জয় থেকে বাংলাদেশকে ১ রান দূরে নিয়ে আসেন। কিন্তু পরের বলেই শানাকার অফকাটারে বোল্ড হন তিনি। এরপর শেখ মেহেদী ও নাসুম আহমেদ মাঠে নামলেও চাপ বাড়তে থাকে। মেহেদী ক্যাচ আউট হয়ে ফিরলে শেষ ২ বলে প্রয়োজন হয় ১ রান। নাসুম শান্ত হাতে সিঙ্গেল তুলে নিয়ে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৬৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। ৩৭ বলে খেলা তাঁর এই ইনিংস ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা। আসালঙ্কা ১২ বলে করেন ২১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল। তিনি ২০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। এছাড়া শেখ মেহেদী নিয়েছেন ২টি ও তাসকিন আহমেদ নিয়েছেন ১টি উইকেট।
শেষ ওভারের নাটকীয়তাকে ছাপিয়ে এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত সূচনা করলো টাইগাররা। ফাইনালের পথে এগিয়ে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *