আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি হওয়া সুনামি সতর্কতা শিথিল করেছে বিভিন্ন দেশ। বুধবারই (৩০ জুলাই) সুনামি সতর্কতার মাত্রা কমিয়ে দেয় রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। খবর ডয়েচে ভেলের।
হাওয়াই সমুদ্র সৈকতে আবারও ভিড় করেছে বহু মানুষ। তবে এখনও সর্বোচ্চ সুনামি সতর্কতা জারি রয়েছে ইকুয়েডর, চিলি ও কলম্বিয়ায়। বন্ধ রয়েছে দেশগুলোর সমুদ্র সৈকত। স্থগিত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বহু বাসিন্দাকে।
বুধবার ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপ। এরপর সুনামি আঘাত হানে রাশিয়া ও জাপানে। এই দুই দেশসহ সুনামি সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, পেরুসহ আরও বেশ কয়েকটি দেশে।
ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী বলে জানান হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূকম্প ও টেকটনিকস বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিসজেউস্কি।