মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি

স্টাফ রিপোর্টার :    মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার সাধারণ মানুষ।

একটানা বৃষ্টিতে, ফেনী শহরের প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া- ডাক্তার পাড়া, উকিল পাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোডসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকেছে। এতে, ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সকালে, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষজন দুর্ভোগে পড়েন। আবহাওয়া অফিসের তথ্য, মঙ্গলবার (৮ জুলাই) ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ।

এদিকে, নোয়াখালীতে টানা বৃষ্টিতে শহরের প্রায় সব সড়ক-অলিগলি পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় পানি ঢুকেছে বাসাবাড়িতেও। চরম ভোগান্তিতে বাসিন্দারা। অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হাতিয়ার নিঝুম দ্বীপ, ঢালচরসহ নিম্নাঞ্চল।

এদিকে, ভারি বৃষ্টিতে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ওই এলাকায় ২৪ ঘণ্টায় ২৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দুপুর ১২টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী এ তথ্য নিশ্চিত করেন। টানা বৃষ্টির কারণে শহরের নিম্নাঞ্চলসহ জু‌বিলী স্কুল সড়ক, পৌরসভার সামনের সড়ক, সবুজবাগ, গুলবাগ, আরামবাগসহ বিভিন্ন এলাকায় তৈরী হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ ছাড়াও, চট্টগ্রাম, বরিশাল বিভাগের পাশাপাশি সিলেট, খুলনা, ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *