বাংলা বিজয়
কবিঃ বেদেনা খাতুন
বাংলার প্রতিটি ঘরে ঘরে যখন অনিশ্চয়তার ছাপ মেলছে না কোন দিশা,
তখন বাংলার বীর সন্তান খুঁজে পেলো যেন শত চিন্তার
মাঝে একটু করে আশা ৷
ঠিক সেই সময়ে নির্ভীক সন্তান দিলো
আন্দোলনের ডাক,
বাংলা ভাষাকে জয় করতেই হবে
চারদিকে পড়ে গেলো তার হাক ।
বাংলাকে আমাদের মায়ের ভাষা
করতে এদেশের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়লো
দিল কত শত নর-নারীর প্রাণ ।
সেই সাহসিকতার ফলে
আমরা এই বাংলাকে পেয়েছি, বাংলা ভাষাকে পেয়েছি
শত মায়ের বুক খালি করে।
তাজা রক্ত বিলিয়ে
লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে,
এক নতুন সকাল ১৬ ডিসেম্বর বিজয়ের নিশান উড়িয়ে শহিদদের প্রতি
শ্রদ্ধা ও ভালোবাসা উদযাপন ।