আন্তর্জাতিক ডেস্ক:বিচারব্যবস্থা সংস্কারের বির্তকিত বিল পাসের পর জনপ্রিয়তা কমেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমন আইনের কারণে নাগরিক অধিকার ক্ষুন্ন হবে বলে মনে করেন বেশিরভাগ ইসরাইলি। এমনকি প্রতি তিনজনের মধ্যে একজন নাগরিক ইসরাইল ছাড়ার পরিকল্পনা করছেন বলেও তথ্য উঠে এসেছে একটি জরিপে।
বিচারব্যবস্থা সংস্কারের বির্তকিত বিল ইস্যুতে গেল ৮ মাসের বেশি সময় ধরে উত্তপ্ত ইসরাইল। শুরু থেকেই নেতানিয়াহু সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। যতই দিন গড়িয়েছে বিক্ষোভকারীর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে। বিচারব্যবস্থা সংস্কারের ইস্যু থেকে তা সরকারবিরোধী আন্দোলনেও রূপ নেয়।
তবে সাধারণ মানুষের কথা কানে না নিয়ে সম্প্রতি বির্তকিত ওই বিল পাস করে ইসরাইলের কট্টর-ডানপন্থি সরকার।
ইসরাইলের অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কয়েক মাস ধরেই নাগরিকদের মধ্যে ইসরাইল ছাড়ার প্রবণতা বেড়েছে।