বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে সিইসি

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নসূচি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল রোববার (১৭ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকের আগে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, ভোটের বাস্তবায়নসূচি এবং কমিশনের অগ্রগতির বিষয়গুলো তারা জানতে চাইবেন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেন। এর প্রেক্ষিতে সরকারপ্রধান ইতোমধ্যেই কমিশনকে লিখিতভাবে প্রয়োজনীয় চিঠি প্রেরণ করেছেন। সিইসি জানিয়েছেন, ভোটের সকল প্রস্তুতি শেষ করে নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ভোটের সার্বিক রোডম্যাপ ও প্রস্তুতি শিগগিরই প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *