নিজস্ব প্রতিনিধি : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের ১৬ বছরের আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার মাধ্যমে। তাঁর মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৬ বছরে যে গণতান্ত্রিক আন্দোলনের মঞ্চ তৈরি হয়েছে, তারই ভিত্তিতে জুলাইয়ের আন্দোলন সফলতা পেয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘জুলাই আন্দোলনে’ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এ অবস্থায় তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছেন।
তিনি জানান, কুড়িগ্রামের ‘জুলাই আন্দোলনে’ নিহত ১০টি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।